এসইও শেখার জন্য ইউটিউব চ্যানেল লিস্ট দেখিয়ে দেব যেগুলো ব্যবহার করে অনায়াসে আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে উঠতে পারবেন।
আপনি যদি একজন ব্লগার অথবা একজন ইউটিউবার হয়ে থাকেন তবে আপনি অবশ্যই জানেন এসইও টা আসলে কি? এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটির অর্থ দাঁড়ায় সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে সামনের দিকে এগিয়ে যাওয়া।
অর্থাৎ ধরুন, আপনি গুগলে "How to Craete a blog?" এটি লিখে সার্চ করেছেন। তাহলে এটি নিয়ে আর্টিকেল লেখা হাজার হাজার পাওয়া যাবে। কিন্তু আপনাকে গুগোল যেটা সবার প্রথমে দেখাবে আপনি স্বাভাবিকভাবে সেটিতে ক্লিক মারবেন।
আর এই অপটিমাইজেশন করা কারণে সবাই এসইও করতে চায়। আসলে একটি ইউটিউব চ্যানেল বা একটি ওয়েবসাইট এসইও করা ছাড়া বড় হওয়া খুবই কঠিন।
আপনি যদি ব্লগে এসইও কি করে করতে হয় সেটি জানতে চান, তবে আমাদের এসইও ক্যাটাগরিতে দেখতে পারেন। খুব শীঘ্রই সেখানে আরো টিউটরিয়াল আপলোড করা হবে।
ইন্টারনেটে এসইও নিয়ে কাজ করা অনেক ব্লগ সাইট রয়েছে। তবে এসইও নিয়ে কাজ করা ইউটিউব চ্যানেল নিয়ে তেমন কোন মাতামাতি নেই। আসলে অনেকেই ইন্টারনেট এগুলো খুঁজে কিন্তু সঠিক তথ্য পায়না।
আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি ইউটিউব চ্যানেল এর সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো দ্বারা আপনারা একেবারে নতুন এসইও থেকে শুরু করে এসইও মাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারবেন, যেটি আপনাদের সকলের দরকার।
এসইও শেখার সেরা দশটি ইউটিউব চ্যানেল : এসইও শেখার জন্য ইউটিউব চ্যানেল :
1. Pijush Saha
বাংলায় এসইও শেখার জন্য এমন ইউটিউব চ্যানেল খুব কমই আছে। এই চ্যানেলের মালিক পীযূষ একজন এসইও এক্সপার্ট এবং
তিনি তার অভিজ্ঞতা প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছেন । আপনারা যদি তার ভিডিও গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, কত ভালো মানের এগুলো। বাংলায় এসইও শিখতে চাইলে চ্যানেলটি দেখতে পারেন।
2. NShamim | Bangla SEO Tutorial
এই ইউটিউব চ্যানেলটি বাংলায় এসইও শেখার জন্য খুবই ভাল একটি চ্যানেল হতে পারে আপনার জন্য। আপনি যদি ব্লগিং-এ একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এই ইউটিউব চ্যানেলটি আপনাকে পারে ব্লগিং এর সফলতা এনে দিতে।
এখানে এসইও সম্পর্কে একেবারে কিছুই না জানা থেকে শুরু করে এক্সপার্ট লেভেলের সবকিছুই পাওয়া যাবে। বাংলায় এসইও শেখার ক্ষেত্রে এর থেকে ভালো চ্যানেল আর হতে পারে না।
3. Ahrefs
Ahrefs এসইও টুলটির নাম কেউ শুনেনি এরকম ব্লগার খুব কমই পাওয়া যায়।
সেই Ahrefs-এর ইউটিউব চ্যানেল হল এটি। সত্যি কথা বলতে কী, এই চ্যানেলের এসইও গুলো কিন্তু খুবই খুবই কার্যকরী। অসাধারণ চমৎকার সব ভিডিও দিয়ে তারা আপনার ব্লগে করে দেবে।
যেহেতু এটি তাদের ইউটিউব চ্যানেল সেহেতু তারা সেখানে বেশিরভাগ সময় তাদের টুলস সম্পর্কে বলে। আমরা সবাই জানি এই টুলটি কিরকম কার্যকর। আপনি যদি এটি প্রিমিয়াম কিনে উনাদের ভিডিওগুলো দেখে কাজ করতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনি ব্লগে ভালো কিছু করবেন।
4. Neil Patel
Ubbersuggest এর মালিক নেইল পাতেল বিশ্বসেরা এসইও এক্সপার্ট দের মধ্যে একজন। উনি তার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিছু টিপস শেয়ার করেন সেখানে লিঙ্ক বিল্ডিং, বিভিন্ন টিপস, কিওয়ার্ড রিসার্চ সহ আরো নানান দিক নিয়ে আলোচনা করেন।
আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে, উনার চ্যানেলটিও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
5. Brian Dean
আশা করতেছি উনাকেও আপনারা চিনেন উনি একজন বিশ্বসেরা এসইও এক্সপার্ট। উনার ওয়েবসাইট Backlinko কে তো আমরা সবাই চিনি। তাই বুঝতে পারতেছেন উনি কত ভাল মানের কিছু এসইও টিপস দিতে পারে তার ইউটিউব চ্যানেল শেয়ার করতে পারে।
আপনি যদি ব্লগিংয়ে মোটামুটি ধারনা থাকে এবং একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তার ভিডিওগুলো দেখে আপনারা আর্নিং এ আরেকটু বুস্ট করে নিতে পারেন।
6. Authority Hacker
উনাদের কথা আর কি বলবো এক কথায় অসাধারন একটি ইউটিউব চ্যানেল হতে পারে। যদি আপনি এসইও শিখতে চান। এখানে যে সমস্ত ভিডিও পাওয়া যায় এ সমস্ত ভিডিও গুলো একদম লাইভ রেকর্ডেড
অর্থাৎ আপনি এখানে কি করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কি করে সেগুলো আপনার ব্লগে বসাতে হয় থেকে শুরু করে সবই পাবেন । আর এখানকার ভিডিওগুলো অনেক লম্বা হয় তাই বুঝতে অসুবিধা হবে না আশা করি।
7. Income School
এসইও শেখার ক্ষেত্রে এই ইউটিউব চ্যানেলটি অনায়াসে সাজেস্ট করা যায়। এটি মূলত এক্সপার্ট লেভেল যাদের দরকার তাদের জন্যই।
এখানে যে সমস্ত ভিডিও গুলো পাওয়া যায় সেখানে অ্যাফিলিয়েট ফ্রেন্ডলি করে বানানো হয়। এছাড়াও তারা অনেক ভেতরে গিয়ে সার্চ করে এসইও করে।
8.Passive Income Geek
এই চ্যানেলটি খুব নতুন একটি চ্যানেল। তবে এখানে গেলে আপনি একেবারে কিছু না জানা লোক হলেও কিছু না কিছু শিখতে পারবেন আশা ।করি
এখানে এসইও করার পাশাপাশি কিভাবে ব্লগিং করবেন তার অনেক গাইড লাইন দেওয়া আছে। সেগুলো কে ফলো করে আপনার ব্লগিং লাইফকে আরও উন্নতি করতে পারবেন। আর তাদের সেখানে নানান এসইও এর ভিডিও পাওয়া যাবে যেগুলো খুবই কার্যকর।
9. Chase Reiner
এই ইউটিউব চ্যানেলটি আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো যদি আপনি এসইও করতে চান। খুবই ভালো ভালো মানের ভিডিও পাওয়া যায় এই চ্যানেলে।
মূলত আপনি যদি লোকাল এসইও করতে চান, তাহলে এই চ্যানেলটি থেকে ভালো চ্যানেল আর খুব কমই পাওয়া যাবে। তাই এটি হতে পারে আপনার জন্য একটি সেরা ইউটিউব চ্যানেল।
10. Matt Diggity
খুব বেশি ভিউয়ার না থাকলেও এই ইউটিউব চ্যানেলটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন।
এফিলিয়েট, এসইও, ব্যাকলিংক সহ নানা প্রকারের ভিডিও পাওয়া যাবে যেগুলো সত্যিই আপনার অনেক কাজে লাগবে।
আশা করতেছি আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে উঠবেন উপরোক্ত চ্যানেলগুলোকে ফলো করে।
ধন্যবাদ এই ইউটিউব চ্যানেল গুলো থেকে আসা করি ভালো মানের এসইও শিখতে পারবো
উত্তর দিনমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন