আপনি যে যে ক্যাটাগরি আর্টিকেল লিখতে পারেন :
- ব্লগিং টিপস-এন্ড-ট্রিকস
- ট্রাভেল
- স্পোর্টস
- নিউজ
- প্রডাক্ট রিভিউজ
- দ্য আল্টিমেট গাইড
- টেকনোলজি
- স্টোরিজ
- ইনফোগ্রাফিক্স
- আরো ইত্যাদি
গেস্ট পোস্টিং করার ফলে আপনার যে যে লাভ হবে :
- ভালো মানের ডু-ফলো ব্যাক লিঙ্ক পেয়ে যাবেন
- আপনার কাঙ্খিত আর্টিকেল এর রেঙ্ক করানো সহজ হবে
- একটি সুন্দর রিলেশন হবে এবং আপনার ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে
- কাঙ্খিত ভিজিটর পেয়ে যাবেন আপনার আর্টিকেলের জন্য
যে গাইডলাইন গুলো মেনে চলতে হবে:
- ওয়ার্ড লিমিট:
আপনার আর্টিকেলটি অবশ্যই 150 ওয়ার্ড এর উপরে হতে হবে
- লিংক পলিসি:
আপনি 3 টি লিঙ্ক এড করতে পারবেন । সেখান থেকে দুইটি আপনার আপনার ওয়েবসাইটের লিঙ্ক এড করতে পারবেন এবং একটি যেকোনো সোশ্যাল মিডিয়ার লিংক এড করতে পারেন।
- পোস্ট ফরমেটঃ
দয়াকরে আর্টিকেলে হেডিং ,সাব-হেডিং,বোল্ড,ইটালিক,লিস্ট যা যা করা দরকার সব কিছুই করবেন এবং আর্টিকেলটি এভাবে লিখবেন যেন এসইও ফ্রেন্ডলি হয়।
- ছবি ব্যবহার করুন:
1 থেকে 2 টি ছবি ব্যবহার করুন। অবশ্যই ছবি গুলোর সাইজ 100kb এর নিচে হতে হবে। যদি আপনি ছবি সংগ্রহ করতে না পারেন কোন সমস্যা নাই আমরা এড করে দেব।
- কনটেন্ট এর মালিক:
এই আর্টিকেলগুলো https://www.bloggerbd.info এখানে পাবলিশ করা হবে। এগুলোর মালিক শুধুমাত্র bloggerbd ও লেখক হবেন।
কনটেন্ট রাইটিং গাইডলাইন:
- কোন অবস্থাতেই কোন প্রকারের কফি আর্টিকেল গ্রহণযোগ্য হবে না
- এডাল্ট কনটেন্ট গ্রহণযোগ্য নয়
- আর্টিকেলটি বারবার পোস্ট করা চলবেনা
আপনার কনটেন্ট লেখার ইচ্ছে থাকলেই এখনই আমাদের সাথে যোগাযোগ করুন bloggerbd123@gmail.com এবং https://www.facebook.com/bloggerbd